ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনা-ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কিট দিলো চীন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৩ জুলাই ২০২৫

করোনা-ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ নানাবিধ সংকটে রয়েছে দেশ। চারদিকে আক্রান্তের ভয়, রোগীর আনাগোনা। এমন সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। রোগ শনাক্তে বাংলাদেশকে ১৯ হাজার কিট দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে কিট গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। চীনের পক্ষে কিট হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লি ইয়ান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

অনুষ্ঠান শেষে বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, বাংলাদশকে চীন ১৯ হাজার কিট দিয়েছে। ভবিষ্যতে আরও দেবে। তাদের সঙ্গে আমরা যৌথভাবে কিছু অবকাঠামোগত কাজ করব।

এ সময় তিনি আরও বলেন, এখন করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ নানা ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব আছে। মানুষকে সচেতন থাকতে হবে। সমস্যা হলেই হাসপাতালে এসে টেস্ট করাতে হবে।

এসইউজে/এএমএ/জেআইএম