EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনায় আক্রান্ত বিপিএমসিএ সভাপতি এমএ মুবিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০১ মে ২০২১

করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এমএ মুবিন খান। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি উত্তরার জাপান ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

করেনাকালে সম্মুখসারির যোদ্ধা মুবিন খান। সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগর মাধ্যমে দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়েছেন।

এছাড়াও বেসরকারি মেডিকেলে করোনার চিকিৎসা সেবা নিশ্চিতে ভূমিকা রাখছেন তিনি।

আইএইচআর/এআরএ/এমকেএইচ