EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনায় আজও ৭ বিভাগে মৃত্যু নেই

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩০ নভেম্বর ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮১ জনে।

২৪ ঘণ্টায় মৃত একজন ঢাকা বিভাগের। এই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

সোমবারও (২৯ নভেম্বর) সাত বিভাগে মৃত্যুশূন্যের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) পর্যন্ত মৃত ২৭ হাজার ৯৮১ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০৫ জন (৬৩.৯৯ শতাংশ) ও নারী ১০ হাজার ৭৬ জন (৩৬.০১ শতাংশ)।

পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন ৮৪৪ জনের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৮১ জন, রাজশাহীতে দুই হাজার ৫০ জন, খুলনায় তিন হাজার ৬০৯ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেট এক হাজার ২৭০ জন ও রংপুর বিভাগে এক হাজার ৩৬৭ জন মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ

এমইউ/বিএ/এমএস