ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টুঙ্গিপাড়ায় স্বাচিপের হেলথ ক্যাম্প: ৬ষ্ঠ দিনে সেবা নিলেন ১১১৮ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৪ মার্চ ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ৬ষ্ঠ দিনে ১১১৮ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ দিনের এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়।

আগামীকাল শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের শেষদিন। সকাল ১০টা থেকে চিকিৎসা প্রদান কার্যক্রম শুরু হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের ৬ষ্ঠ দিনেও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের স্বাচিপ সমর্থিত চিকিৎসকদের সঙ্গে খুলনা মেডিকেল কলেজের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।

এ বিষয়ে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাচিপ আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের ৬ষ্ঠ দিনেও রোগীদের উপচেপড়া ভিড় ছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত সপ্তাহব্যাপী কর্মসূচির আগামীকাল শেষ দিনে রোগীদের সেবার জন্য যথেষ্ট চিকিৎসক ও রোগীদের মধ্যে ওষুধ বিতরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে স্বাচিপ কাজ করে যাবে। শেখ হাসিনার স্বাস্থ্যখাতের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করে যাবে স্বাচিপ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার সকাল ১০টায় স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজের উপস্থিতিতে প্রধান অতিথি হয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এদিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩ জন রোগীকে চিকিৎসা দেন এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

দ্বিতীয় দিনে ৮৮৯ জন রোগী সেবা নেন। তৃতীয় দিনে সবচেয়ে, ১৬৪৩ জন রোগী সেবা নিয়েছেন। কর্মসূচির ৪র্থ দিনে ১১৪৮ জন রোগী সেবা নিয়েছেন। সপ্তাহব্যাপী চলা এ কর্মসূচির ৫ম দিনে ১২২৫ জন রোগী সেবা নিয়েছেন। এ কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।

এমএইচআর/জেআইএম