বিএসএমএমইউ উপাচার্য
সিটিস্ক্যান করলে টাকা পাওয়া যায়, এ মানসিকতা পরিহার করুন
চিকিৎসায় সিটিস্ক্যান করলে কিছু টাকা পাওয়া যায়- এই মানসিকতা পরিহার করতে হবে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। মাথাব্যথার জন্য সিটিস্ক্যান না করে রিফ্রাকশন করলেই হবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের প্রথম কনভেনশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, তরুণদের মনে রাখতে হবে, একদিনে সবকিছু করা সম্ভব নয়। যেটি আজ হয়নি, সেটিও হবে। যাদের ডিগ্রি হয়নি তাদেরও একদিন ডিগ্রি হবে। একজন মেডিকেল অফিসার হয়েই যেন না ভাবেন, কেন তার গাড়ি নেই। একটি গাড়ি যার আছে, তার গাড়িটি করতে সময় লেগেছে ২০ বছর। সুতরাং পরিশ্রম করতে হবে।
আরও পড়ুন>>বোনের দেওয়া লিভারে মন্তেজারের নতুন জীবন
শারফুদ্দিন আহমেদ বলেন, যারা কোনো বিষয়ে কমিটেড থাকেন, তারাই নেতা হন। তারাই কিছু করে দেখানোর চেষ্টা করেন। সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের জার্নাল নিয়মিত প্রকাশ করার মাধ্যমেই তাদের কমিটমেন্ট রেখেছে। তরুণ বয়সে মানুষকে সেবা দিতে চাওয়ার প্রবণতা নেতৃত্ব দেওয়ার আরেকটি গুণ।
সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. এবিএম ইয়াসিন উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন দীপ আই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. খায়রুল ইসলাম।
আরও পড়ুন>>কোভিডের নতুন কিটের উৎপাদন শুরু, খরচ ২৫০ টাকা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শওকত কবির, ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডা. চন্দ্রশেখর মজুমদার, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (শিক্ষা) ডা. সারোয়ার আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব ডা. মো. শাহাজান সিরাজ।
এএএম/ইএ/এমএস