ভিডিও ENG
  1. Home/
  2. স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে নতুন ভর্তি ৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। তবে এই দিনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ ও ঢাকার বাইরে ৫ জন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু, হাসপাতালে ৬২৩৮২ জন 

এ বছর ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৭২৭ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৪৭ ও ঢাকার বাইরে ৩৮০ জন।

অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৬৮৬ জন। তার মধ্যে ঢাকায় ৩২৭ ও ঢাকার বাইরে ৩৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, আটদিনে হাসপাতালে ভর্তি ২৮৯ 

বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ সারাদেশে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এএএম/জেএইচ/জিকেএস