ভিডিও ENG
  1. Home/
  2. স্বাস্থ্য

ঢাকার হাসপাতাল হাসপাতালে নার্স দিবসে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১২ মে ২০২৩

আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১২ মে) উদযাপিত হচ্ছে ‘আন্তর্জাতিক নার্স দিবস’। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সব হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের ওয়ার্ডগুলোকে বেলুন-ফেস্টুনে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

শুক্রবার (১২ মে) সকালে সরজমিনে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) ঘুরে দেখা গেছে, হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ডের ফটক সাজানো হয়েছে বেলুন-ফেস্টুনে। উৎসাহ-উদ্দীপনায় নার্সরা দিবসটি উদযাপন করছেন।

nurse-2.jpg

মিটফোর্ড হাসপাতালের সার্জারি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, নার্সরা প্রতিটি রোগীকে একটি করে রজনীগন্ধা ও চকলেট উপহার দিচ্ছে। এর সঙ্গে রোগীদের কাছ থেকে ভবিষ্যতের জন্য দোয়াও চাচ্ছিলেন তারা। রোগীরাও এ সময়ে নার্সদের আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মহিলা ও শিশু সার্জারি ওয়ার্ডের স্টাফ নার্স তানিয়া জাগো নিউজকে বলেন, আমাদের নিয়েই আজকের দিবস। খুব ভালো লাগছে। ওয়ার্ডগুলোকে আমরা নিজেরাই সাজিয়েছি। আজকে অনেক নার্সের বন্ধের দিন থাকলেও সবাই এসেছেন। র‍্যালি করেছেন, আলোচনা সভায় অংশ নিয়েছেন। যাদের হাসপাতালে দায়িত্ব ছিল, তারা হাসপাতালে ফিরেছেন।

এএএম/এএএইচ/এমএস