ভিডিও ENG
  1. Home/
  2. স্বাস্থ্য

সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলো সেন্ট্রাল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৬ এএম, ২১ জুন ২০২৩

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরিপূর্ণ তদন্ত কমিটির প্রতিবেদন পেলে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে তারা।

ডা. সংযুক্তা সাহার সংবাদ সম্মেলনের পরই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল হাসপাতালটি।

বুধবার (২১ জুন) সকাল ১০টার দিকে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ ওই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল। বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমের চিফ নিউজ এডিটর/প্ল্যানিং এডিটর/চিফ রিপোর্টার ছাড়াও সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় আমন্ত্রণপত্রও পাঠানো হয়।

আরও পড়ুন> ডা. সংযুক্তা সাহা/আমার সুনামকে পুঁজি করে অনৈতিক কাজ করেছে সেন্ট্রাল হাসপাতাল

সেন্ট্রাল হাসপাতালের বিজনেজ ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মামুনুল রশিদ রাসেল জানিয়েছেন, মাহবুবা রহমান আঁখির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ সংক্রান্ত আজ (বুধবার) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিয়ে তিনি বলেন, ঘটনাটির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়ায় আজকের অনুষ্ঠিতব্য সংবাদ বিজ্ঞপ্তি প্রদানসহ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে অবহিত করা হবে।

এএএম/এসএনআর/এএসএম