ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

দায়িত্ববোধের সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নার্স ও মিডওয়াইফদেরকে মানবিক দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ‘প্রথম আলো’ এই বৈঠকের আয়োজন করে।

তিনি বলেন, নার্সিং-এর মতো মহান পেশায় নিয়োজিতরা রোগীর সেবাকে শুধুমাত্র কাজ হিসাবে বিবেচনা করলে হবে না। মানুষের আস্থা অর্জনে তাদেরকে সচেষ্ট থাকতে হবে। রোগীদের সাথে ভালো আচরণ করে সহানুভূতিশীলতার সাথে সেবা দিলে রোগ অর্ধেক সেরে যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাতের উন্নয়নে দূরদর্শিতার সাথে কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।

তিনি বলেন, সন্তান প্রসবের সময় ঝুঁকি এড়াতে প্রশিক্ষিত মিডওয়াইফের সহায়তা নেয়ার জন্য জনসচেতনতা বাড়ানো দরকার। গর্ভবতী মায়েদেরকে এ বিষয়ে সচেতন করে তুলতে তৃণমূল পর্যায়ে বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি নিয়ে এগোতে হবে। পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদেরকে মায়েদের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিন।

হাসপাতাল সংলগ্ন পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যকেন্দ্রের কোনো কক্ষে যেন আবর্জনা না জমে সেদিকে সতর্ক থাকতে হবে।

সারা দেশে পর্যায়ক্রমে ৩ হাজার মিডওয়াইফ নিয়োগ দেয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণির পদে উন্নীত করে যথাযথ মর্যাদা দান করেছেন। তিনিই মিডওয়াইফদের মর্যাদা প্রতিষ্ঠিত করবেন।

বৈঠকে অন্যান্যের মাঝে সংসদ সদস্য ডা. হাবিব-এ মিল্লাত, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নার্সিং সার্ভিসেস এর পরিচালক নিলুফার ফরহাদ ও অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি উপস্থিত ছিলেন।

এমইউ/এসএইচএস/আরআইপি