ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বিএসএমএমইউতে বিশ্ব ডাউন সিনড্রম দিবস পালিত

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২২ মার্চ ২০১৬

বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈজ্ঞানিক সেমিনার ও শিশুমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ডাউন সিনড্রম দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর উদ্যোগে বের হওয়া শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হয়।

আয়োজিত শিশুমেলায় বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ  ও ন্যাশনাল এডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো-ডেভলপমেন্টাল ডিসঅর্জার-এর চেয়ারম্যান  সায়মা ওয়াজেদ পুতুলের ঐকান্তিক প্রচেষ্টায় অটিজম শিশুরা আর আজ বোঝা নয়। তারা আর অবহেলিত নয়। অটিজম আক্রান্ত শিশুদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ইপনা’র পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, ডা. গোপেন কুমার কুন্ডুসহ অটিজমের শিকার শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এমইউ/এসকেডি/আরআইপি