ভেঙে পড়লো উত্তর সিকিমের সঙ্কলাং সেতু, দুর্ভোগ পর্যটকদের
সংগৃহীত
উত্তর সিকিমে তিস্তা নদীর ওপর নির্মিত সঙ্কলাং সেতু ভেঙে পড়েছে। একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় সঙ্কলাং সেতুতে এই বিপত্তি ঘটে।
৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ। লাচেন এবং লাচুং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকে পড়েছেন অনেক পর্যটকও। তাদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
সিকিম সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে।
তিস্তার ওপর তৈরি পুরনো সেতু ভেঙে যায় গত বছরের জুন মাসে। ওই সময়ে অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগিতায় তৈরি হয় বেইলি ব্রিজ।
সেনার বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরআও)-এর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় চলতি বছরে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় যান চলাচল। কিন্তু যান চলাচলের দেড় মাস কাটতে না কাটতেই বিপত্তি।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার একটি লরি যাচ্ছিল বেইলি ব্রিজের ওপর দিয়ে। তখনই ভেঙে যায় সেতুটি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। লরিটি সেতুর ওপারে পৌঁছে গেছে। কিন্তু তারপর থেকে সমস্যার শুরু।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ২ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ
- ৩ তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৪ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ৫ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প