ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক
ফাইল ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন ব্রিটিশ সাংবাদিক। তাকে খুঁজে বের করতে কাজ করছে ব্রাজিল কর্তৃপক্ষ।
সাও পাওলোর জননিরাপত্তাবিষয়ক সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ও ঘটনা স্পষ্ট করার জন্য তদন্ত চালাচ্ছে।
ব্রাজিলে বিদেশি প্রেস সংবাদদাতাদের সমিতি (এসিআইই) ৩২ বছর বয়সী শার্লট অ্যালিস পিটের নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পিট শেষবার ৮ ফেব্রুয়ারি রিও ডি জেনিরোতে তার এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানান যে তিনি সাও পাওলো থেকে সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং থাকার জন্য একটি জায়গার প্রয়োজন।
এর কয়েকদিন পরে যুক্তরাজ্যে পিটের পরিবার একই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিদেশি সংবাদদাতাদের সমিতি জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে রিও ডি জেনিরো থেকে একজন ফ্রিল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এরপর তিনি লন্ডনে ফিরে যান।
জানা গেছে, গত বছরের নভেম্বরে তিনি ব্রাজিলে ফিরে আসেন।
ব্রাজিলে থাকাকালীন পিট আল জাজিরা, দ্য টাইমস অব লন্ডন ও দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডসহ বেশ কিছু গণমাধ্যমের জন্য কাজ করতেন।
সূত্র: এএফপি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার