ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কঠিন দেশে আমাদের পাসপোর্ট কোনো কাজে আসে না: ভারতীয় ভ্লগার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৮ এপ্রিল ২০২৫

একজন জনপ্রিয় ভারতীয় ট্রাভেল ভ্লগার নিজ দেশের পাসপোর্ট নিয়ে আন্তর্জাতিক ভ্রমণে সৃষ্টি হওয়া জটিলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে 'অন রোড ইন্ডিয়ান’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বিদেশে ভ্রমণের সময় তিনি প্রায়ই সমস্যার সম্মুখীন হন ও অনেক সময়েই তাকে সন্দেহের চোখে দেখা হয় তাকে। তিনি দাবি করেছেন, শুধুমাত্র পাসপোর্টের কারণেই তাকে বেশ কিছু দেশে ঢুকতে দেওয়া হয়নি।

ভিডিওতে তিনি তার ভারতীয় পাসপোর্ট দেখিয়ে বলেন, এই জিনিসটার কোনো মূল্য নেই। থাইল্যান্ড, মালয়েশিয়া বা শ্রীলঙ্কা দেখে খুশি হবার কিছু নেই। কঠিন দেশে আমাদের পাসপোর্ট কোনো কাজে আসে না।

এই ভ্লগার তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শুধু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি জর্ডানে প্রবেশ করতে পারেননি। সব জায়গায় ‘এন্ট্রি ডিনাই’ অর্থাৎ প্রবেশে নিষেধ।

এমনকি, অনেক দেশ এখন ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা তুলে নিচ্ছে বলেও জানান তিনি। এখনই জর্ডানে ভারতীয় পাসপোর্ট দেখে ঢুকতে দিল না। মিশরের মতো দেশ ইনভিটেশন লেটার চায়।

তিনি আরও বলেন, চীনে অন্য দেশের নাগরিকরা যেখানে ১০ দিনের ভিসা-মুক্ত ট্রানজিট পায়, সেখানে ভারতীয়রা পায় মাত্র ২৪ ঘণ্টা। তারা কেবল অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের নাম শুনে মুগ্ধ হয়, কিন্তু যখন ডকুমেন্ট দেখার কথা আসে, তখন আমাদের উপর কোনো ভরসা করে না। আমার টাকা আছে, ডকুমেন্ট আছে, ভ্রমণের ইতিহাসও ভালো- তবুও তারা শুধু আমার পাসপোর্ট দেখে সন্দেহ করে, কখনো কখনো ঢুকতেও দেয় না।

হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় ভারতের অবস্থান ৮৫তম। এই র‍্যাঙ্কিংও ভ্লগারের অভিজ্ঞতার সত্যতা প্রমাণ করে বলে মত অনেকের।

ভিডিওটি দুই দিনের মধ্যেই ৮০ লাখেরও বেশি ভিউ পেয়েছে ও তাতে হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন। অনেকে ভ্লগারকে সমর্থন জানিয়ে লিখেছেন, এটা আসলে তিতা সত্য। অবশেষে কেউ তো ভারতীয় পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণে সমস্যার কথা তুলে ধরলো।

তবে অন্যদিকে, অনেক ব্যবহারকারী ভারতীয় পর্যটকদের আচরণকেই এই খারাপ অভিজ্ঞতার জন্য দায়ী করেছেন। একজন মন্তব্য করেন, বোধহয় এটা আমাদেরই দোষ। আমি একটা দেশে গিয়েছিলাম, তারা ভারতীয়দের একদমই পছন্দ করতো না। ফেরার সময় এয়ারপোর্টে বুঝতে পারলাম কেন। বিশৃঙ্খলা আর দাদাগিরি এর জন্য দায়ী। এরপরও আমাদের কীসের এত অহংকার জানি না।

অন্য একজন লেখেন, আমরা নিজেরাই দায়ী। আমাদের অনেকের অসভ্য আচরণের জন্যই আমাদের পাসপোর্টের এই অবস্থা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এসএএইচ