ভারত-পাকিস্তান উত্তেজনা
যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরা
বাঙ্কার সংস্কার করছেন আজাদ কাশ্মীরের তিন ব্যক্তি। ছবি: এএফপি
পহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন, পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না। কিন্তু গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে বিনিদ্র রাত কাটিয়েছেন কাছাকাছি বসবাসকারী মানুষেরা।
ভারতশাসিত কাশ্মীরের উরি সেক্টরের তুতমার গলি পোস্ট এবং পাকিস্তান শাসিত লিপা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গত সপ্তাহে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এখনে পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন>>
- ভারতজুড়ে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি ও নির্যাতনের অভিযোগ
- হামলার পর কাশ্মীরজুড়ে অভিযান, আটক দেড় হাজারের বেশি
- না জানিয়ে নদীর পানি ছাড়লো ভারত, আজাদ কাশ্মীরে সতর্কতা জারি
এহসান-উল-হক শামি পাকিস্তান শাসিত লিপা উপত্যকার বাসিন্দা। ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় ৪০ হাজার এবং সেখানকার বেশিরভাগ মানুষই আইন মেনে চলেন।
নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বাড়ি শামির। ভারতীয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে ২০১৯ সালে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানিয়েছেন, একইভাবে ২০০২ ও ১৯৯৮ সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বাড়ি।
পেশায় আইনজীবী এহসান-উল-হক শামি বলেন, পহেলগামের ঘটনার পর গত শুক্রবার ও শনিবার পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী রাতে সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত দুই সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় চলে। এরপর শনিবার রাতে ফের গুলি বিনিময় শুরু হয়। ওইদিন রাত ১০টায় গুলি বিনিময় শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত চললেও সাধারণ মানুষকে কিন্তু নিশানা হতে হয়নি।
ভারতশাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সবচেয়ে স্পর্শকাতর এলাকা উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলায় অবস্থিত। শুক্রবার কুপওয়ারার জেলা ম্যাজিস্ট্রেট একটা নির্দেশ জারি করে জানিয়েছিলেন, কুপওয়ারার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে যেতে হলে আগাম অনুমতি নিতে হবে।
আতঙ্কে সাধারণ মানুষ
কুপওয়ারায় এখন পর্যন্ত সীমান্তে গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি। তবে নিয়ন্ত্রণরেখার খুব কাছাকাছি যারা বাস করেন, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুপওয়ারার কারনাহ সেক্টরের বাসিন্দারা ব্যক্তিগত ব্যয়ে ভূগর্ভস্থ বাঙ্কার তৈরির কাজ শুরু করেছেন বা সেগুলো পুনর্নির্মাণ করছেন।
পহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টির সঙ্গে সঙ্গেই বাড়ির নিচে বাঙ্কার তৈরির কাজ যারা শুরু করেছেন, তাদেরই একজন পীরজাদা সৈয়দ।
তিনি বলেন, সীমান্তে গোলাগুলির পরিণতি আমরা এরই মধ্যে দেখেছি। জীবনহানি হয়েছে, অতীতে কৃষিকাজের অভাবের কারণে মানুষও অনাহারে মারা গেছে। আল্লাহ করুন যেন কিছু না হয়, কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। সে কারণেই আমরা ভূগর্ভস্থ বাঙ্কার বানাচ্ছি যাতে কিছু হলে আমরা সেখানে আশ্রয় নিতে পারি।
কুপওয়ারার একাধিক বাসিন্দা জানিয়েছেন, অতিরিক্ত সামরিক তৎপরতা' এবং রাতের আকাশে জেট বোমারু বিমানের আওয়াজ তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখার জিরো লাইনে অবস্থিত টোড গ্রামের এক বাসিন্দার কথায়, ২০১৭ সালে যখন গোলাবর্ষণ হচ্ছিল, তখন আমাদের এক আত্মীয়ের বাড়িতে একটা শেল এসে পড়েছিল এবং তার মৃত্যু হয়।
‘কিন্তু ২০২১ সালে যখন ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী কঠোরভাবে অস্ত্রবিরতি মেনে চলতে রাজি হয়। তারপর গত চার বছর জীবন শান্তিপূর্ণ ছিল। এখানে কৃষিকাজ হয়েছে, বাচ্চারা স্কুলে গিয়েছে, ব্যবসা হয়েছে। কিন্তু এখন আশঙ্কা হচ্ছে, আগের মতো পরিস্থিতি হয়ত ফিরে আসতে পারে।’
পীরজাদা সৈয়দ বলেন, দু'দিন আগে নামবরদার এসে এখানকার বাসিন্দাদের বাঙ্কার পরিষ্কার করতে এবং তার চারপাশের আগাছা বা কাঠের জিনিসপত্র সরিয়ে ফেলতে বলেছিলেন। এই ঘোষণার কারণে সবাই হতবাক হয়েছে। কিন্তু বাঁচতে হবে তাই সকলে বাঙ্কার পরিষ্কার করতে বা সেগুলো পুনর্নির্মাণ করতে শুরু করে দিয়েছে।
‘সারা রাত ঘুমাতে পারিনি’
এহসান-উল-হক শামি জানান, তার এলাকায় প্রায় প্রতিটা বাড়িতেই ভূগর্ভস্থ বাঙ্কার রয়েছে। বাড়ির কাজে এই বাঙ্কার ব্যবহার করা হয়। বাঙ্কারগুলো এমনিতে মজবুত কিন্তু সব ধরনের বিপদ এড়াতে সক্ষম নয়। তিনি বলেন, বাঙ্কারগুলো বেশ মজবুত। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটি বুলেট বা গোলা থেকে রক্ষা করতে পারলেও ভারী অস্ত্রের শেল সরাসরি বাঙ্কারে পড়লে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
‘আমরা যে বাড়িতে থাকি সেটি ২০০২ এবং ১৯৯৯ সালেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা নিয়ন্ত্রণ রেখা বরাবর আছি। এই কারণে আশঙ্কা থেকে যায় যে, আমরা ক্ষতিগ্রস্ত হতেই পারি। অবশ্য এমনিতেই গুলি চললে কারও পক্ষে ঘুমানো সম্ভব নয়।’
শামির মতো ওই অঞ্চলের অন্য বাসিন্দারাও বিনিদ্র রাত কাটিয়েছেন। তার কথায়, প্রায় পুরো এলাকার মানুষই গোটা রাত জেগে ছিল। তারা একে অপরের মঙ্গল কামনা করেছে। তবে আমাদের কাছে তথ্য আছে যে এখন পর্যন্ত এই গোলাগুলিতে বেসামরিক জনগণের কোনো ক্ষতি হয়নি।’
‘বাঙ্কারগুলো অবস্থান করার মতো যোগ্য নয়’
উরি সেক্টরেও নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন মানুষ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এই সেক্টরের ভাটগ্রান ও চরন্দা এলাকায় ১৬টি বাঙ্কার নির্মাণ করা হলেও স্থানীয়দের অভিযোগ, সেখানে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা নেই।
ভাটগ্রানের বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস বলেন, কেউ কেউ নিজের খরচে বাঙ্কার তৈরি করেছেন, কিন্তু দরিদ্র মানুষরা যাবে কোথায়। এখন আমরা এই একই বাঙ্কারগুলোই পরিষ্কার করবো।
‘আল্লাহ দয়া করুন, যাতে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত কিছু ঠিক থাকে আর গুলিবিনিময় বন্ধ হওয়ার পর জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে যায়,’ বলেন কুদ্দুস।
সূত্র: বিবিসি বাংলা
কেএএ/
টাইমলাইন
- ০৯:৫৯ পিএম, ০৪ মে ২০২৫ পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত
- ১১:২৮ এএম, ০৪ মে ২০২৫ এবার নিজেদের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করলো পাকিস্তান
- ০৯:২৯ এএম, ০৪ মে ২০২৫ পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ
- ০৩:০১ পিএম, ০৩ মে ২০২৫ পুরোনো বন্দিদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ সাজানোর ছক কষছে ভারত
- ০২:৩২ পিএম, ০৩ মে ২০২৫ যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরা
- ০১:০০ পিএম, ০৩ মে ২০২৫ পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করলো ভারত
- ১০:৫৮ এএম, ০২ মে ২০২৫ পহেলগামে হামলাকারীরা ‘এখনো কাশ্মীরের জঙ্গলে’ লুকিয়ে আছেন
- ০৯:১৮ পিএম, ০১ মে ২০২৫ ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পাকিস্তানের বিশাল মহড়া
- ০৮:২৬ পিএম, ০১ মে ২০২৫ সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানের কৃষিতে ব্যাপক ক্ষতির শঙ্কা
- ০৪:০৪ পিএম, ০১ মে ২০২৫ ‘চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে আছে’
- ০৯:১৮ এএম, ০১ মে ২০২৫ শাহবাজ-জয়শঙ্করকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ০৪:৩৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৫ ভারতকে অবশ্যই কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িতের প্রমাণ দিতে হবে
- ১০:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ ইমরান খানকে মুক্তি দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান পিটিআইয়ের
- ০৮:১৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ কংগ্রেস-বিজেপির মিম যুদ্ধ, ‘প্রধানমন্ত্রী গায়েব’ ‘পাকিস্তানের বন্ধু’ বলে কটাক্ষ
- ০৬:৫৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করলো তুরস্ক
- ০৩:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ সীমান্তে ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- ০৮:৪৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ ভারত ছাড়লেন ২৭২ পাকিস্তানি, পাকিস্তান ছেড়েছেন ৬২৯ ভারতীয়
- ০৫:৪০ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ ভারতের প্রতিটি মানুষের রক্ত টগবগ করছে: মোদী
- ০৫:২১ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলার ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি পাকিস্তানের
- ০৬:৩৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের
- ০৪:৪০ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ পহেলগামে সেনা ছিল না কেন, যা বলছে ভারত সরকার
- ১২:৪৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- ০৯:৩১ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ একজন পাকিস্তানিও ক্ষতির শিকার হলে, ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে
- ০৮:৩০ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করলো পাকিস্তান
- ০৮:০৯ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ গোয়েন্দা ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি তদন্তের দাবি কংগ্রেসের
- ০৭:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ ২৫ বছরে কাশ্মীরে ঘটে যাওয়া সব প্রাণঘাতী হামলা
- ০৬:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবে না ভারতীয় প্লেন
- ০৫:৪৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ পানি আটকানো যুদ্ধ ঘোষণার শামিল হবে: ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের
- ০৪:১৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
- ০৩:১৯ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলায় দোষীদের ‘কল্পনাতীত শাস্তির’ হুঁশিয়ারি মোদীর
- ০২:৫৯ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ হামলার পর কাশ্মীরজুড়ে অভিযান, আটক দেড় হাজারের বেশি
- ০১:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ প্রমাণ ছাড়া অভিযোগ করছে ভারত, পাল্টা জবাবের প্রস্তুতি পাকিস্তানের
- ১২:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসীদের সংঘর্ষ, সেনা নিহত
- ১২:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ ভারতজুড়ে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি ও নির্যাতনের অভিযোগ
- ১১:২৪ এএম, ২৪ এপ্রিল ২০২৫ ইসরায়েল গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এখানেও তাই করা উচিত
- ১১:০৯ এএম, ২৪ এপ্রিল ২০২৫ কাশ্মীরে নিহত দুজনের কফিনবন্দি মরদেহ এলো পশ্চিমবঙ্গে
- ১২:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০২৫ সিন্ধু চুক্তি স্থগিত, বাতিল ভারতে থাকা পাকিস্তানিদের সার্ক ভিসাও
- ১০:০০ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ ‘পহেলগামে হামলার টার্গেটরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত’
- ০৯:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরগামী পর্যটকদের বুকিং বাতিলের হিড়িক
- ০৭:১৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ শিগগির কঠিন জবাব দেওয়ার হঁশিয়ারি রাজনাথ সিংয়ের
- ০৫:৪৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ পর্যটকদের বাঁচাতে প্রাণ দিয়েছেন যে মুসলিম যুবক
- ০৪:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
- ০৪:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ মোদী সরকারের গোয়েন্দা ব্যর্থতাকে দুষলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী
- ০৩:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হতাহতের ঘটনায় পাকিস্তানের সমবেদনা ও উদ্বেগ
- ০৩:৩৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলার পর প্লেন ভাড়া একলাফে দ্বিগুণ, বিপাকে পর্যটকরা
- ০৩:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
- ০২:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলায় পশ্চিমবঙ্গের তিনজনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোক
- ০১:৫১ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা
- ০১:৩৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলায় শোক আর ক্ষোভে উত্তাল বলিউড
- ০১:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ভারতের অর্থমন্ত্রী
- ১২:৫১ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে দোকানপাট-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ১২:২৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলা চালালো কারা?
- ১০:৩৩ এএম, ২৩ এপ্রিল ২০২৫ কাশ্মীরে হামলার সময় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
- ০৯:৪৩ এএম, ২৩ এপ্রিল ২০২৫ সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন মোদী
- ০৮:৪১ পিএম, ২২ এপ্রিল ২০২৫ কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬
- ০৭:০৫ পিএম, ২২ এপ্রিল ২০২৫ কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে বন্দুক হামলা, নিহত ৫
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম