ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউক্রেনের বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৭ মে ২০২৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ মে) সকালে রাশিয়ার সীমান্তের কাছে আঞ্চলিক রাজধানী সুমিতে যাওয়ার সময় বিলোপিলিয়া শহরে হওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। খবর বিবিসির।

বাসে হামলার ঘটনাকে ‘নিন্দনীয় যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেনের পুলিশ। এই হামলার বিষয়ে রাশিয়া সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা সুমিতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরোভ জানিয়েছেন, ওই বাসটিতে রাশিয়ার ল্যানসেট ড্রোন থেকে হামলা চালানো হয়েছে।

২০২২ সালের পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনার মাত্র কয়েক ঘন্টা পরেই এই হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধবন্দিদের বিনিময়ের বিষয়ে সম্মত হলেও কোনো অগ্রগতি হয়নি।

তুরস্কের একটি রাজপ্রাসাদে শুক্রবার (১৬ মে) রাশিয়া-ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনা দুই ঘণ্টারও কম সময়ে শেষ হয়েছে। আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

ইউক্রেনীয় একটি সূত্র দাবি করেছে, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতাবিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য। এদিকে, রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একটি ইউক্রেনীয় সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জানায়, রাশিয়া ইউক্রেনকে তার নিজস্ব ভূখণ্ড থেকে পিছু হটার দাবি জানিয়েছে, যাতে একটি যুদ্ধবিরতি কার্যকর করা যায়। এটি এক কথায় ‘নন-স্টার্টার’ ও ‘অসংবেদনশীল’ শর্ত।

টিটিএন