২৫ বছরের প্রার্থনার পর পূর্ণ হলো মরক্কোর নারীর হজের স্বপ্ন
মক্কার গ্রান্ড মসজিদ/ ছবি: এএফপি (ফাইল)
২৫ বছর ধরে প্রার্থনা করার পর অবশেষে হজ পালনের স্বপ্ন পূরণ হলো এক মরক্কো নারীর। ৬০ বছর বয়সী হাজ্জা নাইমা নাদিম প্রথমবার বিমানে চড়ে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন হজ পালনের উদ্দেশে।
সৌদি আরবগামী বিমানে ওঠার আগ মুহূর্তে, মরক্কোর কিং মোহাম্মদ ভি বিমানবন্দরে স্বামীসহ অপেক্ষারত অবস্থায় আনন্দভরা কণ্ঠে বলছিলেন নাইমা বলেন, আমি নামাজে ও সেজদায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করতাম যেন আমার জীবনের প্রথম বিদেশ সফর হয় কেবল মক্কায় যাওয়ার জন্য। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন।
হাজ্জা নাইমা জানান, এর আগে কখনো তিনি বিমানে ওঠেননি। তিনি ‘মক্কা রুট’ উদ্যোগের মাধ্যমে পাওয়া সেবা ও সুবিধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৮ সালে পুরোপুরি চালু হওয়া এই কর্মসূচিটি ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, বাংলাদেশ, তুরস্ক, আইভরি কোস্ট ও মালদ্বীপের হজযাত্রীদের জন্য মক্কা রুট নামের উদ্যোগটি নেওয়া হয়।
‘মক্কা রুট’ কর্মসূচির আওতায় এসব দেশের হজযাত্রীদের নিজ দেশেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বায়োমেট্রিক সংগ্রহ, ইলেকট্রনিক ভিসা ইস্যু, পাসপোর্ট চেকসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট সব প্রক্রিয়া এর মধ্যে অন্তর্ভূক্ত। এছাড়া যাত্রার আগেই লাগেজ ট্যাগিং ও শ্রেণিবিন্যাস করা হয়।
সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীরা সরাসরি নির্ধারিত বাসে করে মক্কা ও মদিনার বাসস্থানে পৌঁছে যান এবং তাদের লাগেজও সরাসরি ঠিকানায় পাঠানো হয়।
এই উদ্যোগের ফলে সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে এবং হজযাত্রীদের জন্য সেবার মানও উন্নত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর