যে কারণে করাচিতে ৬ দিনে ৩২ ভূমিকম্প
ফাইল ছবি
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ১ থেকে ৬ জুন পর্যন্ত ৩২টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি। সাম্প্রতিক দিনগুলোতে শহরের বাসিন্দারা অস্বাভাবিক হারে ছোট ছোট ভূমিকম্প অনুভব করছেন।
লাঘারি জানান, এই ভূমিকম্পগুলোর মাত্রা ছিল তুলনামূলকভাবে কম। রিখটার স্কেলে যার মাত্রা সর্বনিম্ন ১ দশমিক ৫ থেকে সর্বোচ্চ ৩ দশমিক ৬ রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টা ৩২ মিনিটে সর্বশেষ ভূকম্পনটি রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ১ দশমিক ৫। তিনি আরও জানান, এই কম্পনগুলোর গভীরতা ছিল ২ কিলোমিটার থেকে ১৮৮ কিলোমিটার পর্যন্ত।
ভূমিকম্পগুলো মূলত করাচির কাইদাবাদ, গাডাপ, মালির, ডিএইচএ এবং করাঙ্গি এলাকায় বেশি অনুভূত হয়েছে।
লাঘারি ব্যাখ্যা করে বলেন, দীর্ঘ কয়েক দশক পর করাচির লান্ধি ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে এবং বর্তমানে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ফলে ভূকম্পনের এই ধারা আরও কয়েকদিন চলতে পারে। এতে এটির শক্তি ধীরে ধীরে কমে যাবে, যা বড় ধরনের ভূমিকম্প রোধে সহায়ক।
তিনি বলেন, ফল্ট লাইনের ওপর নির্মিত ভবনগুলো যেন অন্তত ৬ মাত্রার ভূমিকম্পের জন্য সহনীয় হয় সে অনুযায়ী নির্মাণ করা উচিত। কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার পেছনে কাঠামোগত ত্রুটিই বড় কারণ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: জিও নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেষ জীবনে ‘চরম ইসলামবিদ্বেষী’ হয়ে উঠেছিলেন ব্রিজিত বার্দো
- ২ ঝড়-তুষারপাতে সুইডেনে নিহত ৩, ফিনল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারও মানুষ
- ৩ ইউক্রেনে শক্তি প্রয়োগ করে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের
- ৪ বাংলাদেশে নির্বাচনসহ ২০২৬ সালে বিশ্ব কাঁপাবে যেসব ঘটনা
- ৫ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ‘ইউরো মুদ্রা’ গ্রহণ করছে বুলগেরিয়া