ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৯ জুলাই ২০২৫

সিরিয়ায় ইসরায়েলি হামলার পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ইসরায়েল এবং সিরিয়ার শীর্ষ নেতারা। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সব পক্ষকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমরা দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের অস্ত্র সমর্পন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সমৃদ্ধিতে একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সামরিক বাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। গত ১৩ জুলাই দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর প্রকাশ হতেই দক্ষিণ সিরিয়ায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধারা মুখোমুখি হয়ে পড়ে।

এর দুদিন পর অর্থাৎ ১৫ জুলাই ইসরায়েল এ বিষয়ে সামরিক হস্তক্ষেপ করে এবং দাবি করে যে তাদের সেনাবাহিনী দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, রোববার থেকে সিরিয়ার সুইদা প্রদেশে এখন পর্যন্ত অন্তত ৩৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুইদা প্রদেশে ২০২৫ সালের এপ্রিল ও মে মাসে দ্রুজ যোদ্ধা ও সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু মানুষ হতাহত হন।

এর আগে মার্চ মাসের শুরুতে, সিরিয়ার উপকূলীয় প্রদেশগুলো থেকে সংঘর্ষের খবর আসে যেখানে সাবেক শাসক বাশার আল-আসাদের সমর্থনকারী আলাউইত সংখ্যালঘু গোষ্ঠীর শত শত মানুষ নিহত হয়েছেন বলে খবর এসেছে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্র একটি চুক্তি ঘোষণা করেছে যার আওতায় সিরিয়ার সরকারি বাহিনী সুইদা থেকে পিছু হটবে।
এরপরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় যে, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে ওয়াশিংটন সমর্থন করে না।

টিটিএন