ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে গ্যাস বিস্ফোরণে ১৭ জন নিহত

প্রকাশিত: ০৭:০৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

চীনের ফোশান শহরে বুধবার সকালে একটি অটো পার্টস কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। খবর এপি’র‌। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা তাদের কাজ চালাচ্ছে।

চীনা পত্রিকা দ্য সাউদার্ন মেট্রোপলিটন জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান, ফুহুয়া ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তারা।

বিস্ফোরণে কারখানাটির দেয়াল ও সিলিং ধ্বংস হয়েছে। ওই ঘটনায় পার্শ্ববর্তী গ্লাস কারখানা ও অন্যান্য প্ল্যান্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।