ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৭ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এর মধ্যেই রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে চিন্তায় পড়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। কলকাতাসহ রাজ্যের ১৬ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই ১৬ জেলার মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ছয়টি জেলা। এর মধ্যে রয়েছে কলকাতাও।

এমনিতেই বর্তমানে প্রত্যেক ঘরে ঘরেই জ্বর, সর্দি,কাশি, মাথা ব্যথা লেগেই আছে। আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকায় এই সমস্যা বেড়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে ক্রমাগত বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে।

রাজ্যের সাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী, চলতি বছর বর্ষা শুরু হতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজারে। রাজ্যের ১৬টি জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। এর মধ্যে শীর্ষে রয়েছে কলকাতাসহ ছয়টি জেলা। আক্রান্তের সংখ্যার দিক থেকে একেবারে প্রথমে রয়েছে মুর্শিদাবাদ। এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৭ জন। এরপরেই রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং মালদহ।

কলকাতায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৭ জন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা ৩৫৬ জন।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এরই মধ্যে সব জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন দপ্তরের বৈঠক করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পৌরসভা এবং এবং পঞ্চায়েতকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত জুলাই এবং আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। কিন্তু এবার বৃষ্টি আগে শুরু হওয়ায় মশাবাহিত রোগের সংক্রমণও বাড়ছে। যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

ডিডি/টিটিএন