পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৪ জুলাই ২০২৫
প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিন আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪) সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খরদহ থানার হাঁড়ি পুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার সকালে সাইকেল চালিয়ে জুট মিলের কাজে যাচ্ছিলেন আমিন আলী পথিমধ্যে হাঁড়ি পুকুর সাইবান রোড পৌঁছালে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার সাইকেলে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি দেখামাত্রই স্থানীয় মানুষজন খবর দেয় খরদহ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে খরদহ থানার পুলিশ, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখানে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিন আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা কমল দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন পুলিশকে খবর দেওয়া হলে, তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই ঘটনা হয়েছে বলে আমরা মনে করছি।

খড়দহ থানার পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।