রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রশংসাপত্র দেওয়ার অভিযোগ শুভেন্দুর
অনেক আগেই পশ্চিমবঙ্গের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, এবারের বিধানসভার নির্বাচনে ৯০ লাখ নাম বাদ যাওয়ার। এরপর শুভেন্দু অধিকারী দাবি করেন বিহারে ৫০ লক্ষ নাম বাদ গেলে পশ্চিমবঙ্গে এক কোটি ২৫ লাখ রোহিঙ্গা-বাংলাদেশির নাম বাদ যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তৈরি হয় বিতর্কের ঝড়।
এবার ফের বিতর্কিত অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশিদের স্থায়ী আবাসিক প্রশংসাপত্র দেবে রাজ্য সরকার।
গত শনিবার (২৫ জুলাই) পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপ্তসহায়ক গৌতম সান্যাল একটি বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছেন সিএমও পশ্চিমবঙ্গ, ডাইরেক্টর, ডিম, এসডিও, বিপুল সংখ্যক স্থায়ী আবাসিক সার্টিফিকেট ইস্যু করা হোক, দক্ষিণ ২৪ পরগনা জেলা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে। স্থায়ী আবাসিক প্রশংসাপত্র দিচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশিদের।
শুভেন্দু অধিকারী আরও বলেন, আর আমি সব ভারতীয় হিন্দু ও মুসলিমদের নিশ্চিত করবো, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিশ্চিত করছি, একজনেরও কোনো অসুবিধা হলে উপরে গ্যারান্টি নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেতাও একটা ছোটখাটো গ্যারান্টি।
রোহিঙ্গা এবং বাংলাদেশিদের থাকার অধিকার আছে কি নেই এ প্রশ্নও করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না।
ডিডি/এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ