ইরান থেকে পেট্রোলিয়াম ক্রয়ের অভিযোগ
৬ ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র
নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি: এএফপি
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে পড়েছে ছয় ভারতীয় কোম্পানি। তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য অথবা পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মার্কিন নির্বাহী আদেশ ১৩৮৪৬ অনুযায়ী, এসব লেনদেন নিষিদ্ধ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সরকার দেশের রাজস্ব ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগায়, সন্ত্রাসবাদের অর্থায়ন করে এবং দেশের জনগণকে নিপীড়ন করছে।
এক বিবৃতিতে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ইরানের সরকার মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাতে তাদের অস্থিতিশীল কার্যকলাপের মাধ্যমে অর্জিত সম্পদ ব্যবহার করছে। আজ যুক্তরাষ্ট্র বিদেশে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য এবং দেশের জনগণের ওপর নিপীড়নের জন্য ইরান সরকার যে রাজস্ব প্রবাহ ব্যবহার করে তা বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ২০টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যার মধ্যে ছয়টিই ভারতের।
ভারতের যেসব কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো- অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা
- ২ লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
- ৩ উজবেকদের ঐতিহ্যবাহী খাবার পিলাফ, রান্না করা হয় বিশাল কড়াইয়ে
- ৪ পাকিস্তানের অস্ত্র কিনছে লিবিয়ার হাফতার বাহিনী, ৪৬০ কোটি ডলারের চুক্তি
- ৫ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পেশাদারত্বের প্রশংসা সৌদির