ওমানে উদ্বেগজনকভাবে বেড়েছে বিবাহবিচ্ছেদ, কিন্তু কেন?
ওমানের মাসকাট/ ছবি: এএফপি
ওমানে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
২০২৪ সালে ওমানে মোট ৪ হাজার ১২২টি বিবাহবিচ্ছেদের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা প্রতিদিন গড়ে ১১টি। এই সংখ্যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।
২০২৪ সালে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মাসকাট, যেখানে ১ হাজার ১৬১টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
সাম্প্রতিক গবেষণা অনুসারে, বিবাহবিচ্ছেদ বৃদ্ধির হার তরুণদের মধ্যে বেশি। বিশেষ করে কম শিক্ষিত এবং কম আয়ের শ্রেণির মধ্যে। দাম্পত্য জীবনে সমতা না থাকা, লিঙ্গভিত্তিক ভূমিকার পরিবর্তন এবং আত্মীয়স্বজনের অতিরিক্ত হস্তক্ষেপও বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন সমাজকর্মীরা।
মাসকাটের একজন সমাজকর্মী ও গবেষক মোহাম্মদ আল হাশেমি জানান, অর্থনৈতিক চাপ, সামাজিক সমস্যা ও আত্মীয়স্বজনের অনুপ্রবেশ অনেক বিবাহ টিকিয়ে রাখা কঠিন করে তোলে।
এদিকে ভালো শিক্ষা ও চাকরি থাকার পরও অনেক ওমানি নারী এখন নিজের অধিকারের প্রশ্নে বিবাহবিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন।
৩৭ বছর বয়সী নাসরা আল মাহরুকি বলেন, বিয়ে মানেই সমান অংশীদারিত্ব। কিন্তু যদি স্বামী সব নিয়ন্ত্রণ করে এবং নিজের শর্তে জীবন চালাতে বাধ্য করে তাহলে সেটা আর বৈবাহিক সম্পর্ক নয়।
তিন বছর পর তিনি চলতি বছরের মে মাসে নিজের দাম্পত্য সম্পর্ক থেকে সরে আসেন।
বিশেষজ্ঞরা বলছেন, সমাজে নারীর আত্মবিশ্বাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিবাহের কাঠামোতেও পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন আগামীতে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম