গাজা সিটিতে একের পর এক ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, শিশু হত্যায় নতুন মাত্রা
গাজা সিটির বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল/ ছবি: এপি, ইউএনবি
গাজা সিটিতে ফিলিস্তিনি বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়ার পর ইসরায়েলি সেনারা আবারও একাধিক বহুতল ভবনে হামলা চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত একটি মানচিত্রে কয়েকটি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু ঘোষণা করার পরপরই তাল আল-হাওয়া এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যালয়ের বিপরীতে থাকা ১৫ তলা সাউসি টাওয়ারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বাসিন্দাদের মাত্র আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে ঘর ছাড়তে বলা হচ্ছে, যা পালিয়ে যাওয়ার জন্য মোটেও যথেষ্ট সময় নয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
ইসরায়েলি সেনারা দাবি করেছে, এসব ভবন হামাস গোয়েন্দা তৎপরতার জন্য ব্যবহার করছিল এবং এলাকাজুড়ে বিস্ফোরক ও সুড়ঙ্গ বানানো হয়েছিল।
আরও পড়ুন>>
- গাজা সিটির প্রায় ৪০ শতাংশ দখলের দাবি ইসরায়েলের
- অবরোধ ভাঙার চেষ্টা/ গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে সুমুদ ফ্লোটিলা
- ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এসব অভিযোগকে ‘ভুয়া প্রচারণা’ আখ্যা দিয়ে বলেছে, এগুলো আসলে বেসামরিক অবকাঠামো ধ্বংস ও মানুষকে জোর করে বাস্তুচ্যুত করার কৌশল। তাদের হিসাবে, গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।
এর আগে, গত শুক্রবার ১২ তলা মুশতাহা টাওয়ার ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটি দখলের লক্ষ্যে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে।
শিশু হত্যার ভয়াবহ চিত্র
গাজা সিটি থেকে আতঙ্কগ্রস্ত মানুষরা পালানোর চেষ্টা করলেও সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশুরা। ইউনিসেফের মুখপাত্র টেস ইংগ্রাম বলেছেন, গাজার মোট জনসংখ্যার অর্ধেকই শিশু এবং প্রায় ১০ লাখ মানুষের জীবনে এই জোরপূর্বক বাস্তুচ্যুতি ‘ভয়াবহ হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, গাজার প্রতি দুইজনের একজন শিশু, আর তাদের জন্য জীবন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় প্রায় ২৩ মাসের যুদ্ধে গড়ে প্রতি ঘণ্টায় অন্তত একজন শিশুকে হত্যা করছে ইসরায়েল। একে ‘ভয়াবহ নতুন মাত্রা’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।
গাজার সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে।
শুধু শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় ৬৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৫ জনই গাজা সিটির বাসিন্দা। এছাড়া ইসরায়েলি অবরোধের কারণে তৈরি দুর্ভিক্ষে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মারা গেছে ৩৮২ ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৩৫ জন শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম