ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্পাম মেইল করায় ২ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৯:০২ এএম, ১৬ জুন ২০১৬

ফেসবুক ব্যবহারকারীদের কাছে ২ কোটি ৭০ লাখের বেশি স্পাম ইমেইল পাঠিয়েছেন  স্যানফোর্ড ওয়ালেস এক ব্যক্তি। শুধু তাই নয় নিজেকে স্পাম কিং বলেও পরিচয় দিতেন তিনি। সম্প্রতি ওই ব্যক্তিকে ২ বছরের কানাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।

২ বছর কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তিকে ৩ লাখ ১০ হাজার ডলার জরিমানাও দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা স্যানফোর্ড ওয়ালেসের (৪৭) বিরুদ্ধে স্পাম ইমেইল ছড়ানোর অভিযোগ এনেছে মার্কিন ফেডারেল তদন্তকারীরা। তার বিরুদ্ধে ইন্টারনেটে প্রতারণার অভিযোগও আনা হয়।

ব্যবহারকারীর সঙ্গে কোনরকম সম্পর্ক না থাকলেও বিজ্ঞাপনী ও প্রতিষ্ঠানের প্রচারণামুলক যেসব ইমেইল ব্যাপক মাত্রায় পাঠানো হয় সেগুলোকে স্পাম ইমেইল বলা হয়। একই ধরণের এসব বার্তা একই সঙ্গে অনেক মানুষের কাছে পাঠানো হয়।

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, তাদের একাউন্ট ও ইমেইল ব্যবহার করে অন্যদের কাছে এরকম ইমেইল পাঠাতেন ওয়ালেস।

২০০৮ থেকে ২০০৯ সালের দিকে এসব ইমেইল পাঠানো হয়েছে। বিপুল পরিমাণ স্পাম ছড়ানোর ঘটনা দেখার পরই এফবিআই ওয়ালেসের বিরুদ্ধে তদন্তে নামে।

মার্কিন অ্যাটর্নির কার্যালয় থেকে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে নানা তথ্য অবৈধভাবে সংগ্রহ করেছেন ওয়ালেস। এরপর সেগুলো তিনি মজুদ করে রেখে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

টিটিএন/পিআর

আরও পড়ুন