মেয়ের সঙ্গে খারাপ আচরণ করায় যুবককে জুতাপেটা করলেন মা
ছবি: এনডিটিভি
ভারতের উত্তরকাশীর মাতলি বান্ডারকোট এলাকায় এক নারীর হাতে জুতাপেটার শিকার হয়েছেন যুবক। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ওই নারী এক যুবককে বারবার জুতা দিয়ে আঘাত করছেন, আর আশপাশে উপস্থিত লোকজন পুরো ঘটনাটি দেখছেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক নাকি ওই নারীর মেয়ের সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন। ঘটনাটি ঘটার পর থেকেই যুবক পলাতক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক একটি টায়ারের দোকানে কাজ করতেন। যদিও ঘটনাটি কয়েক দিন আগের, ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
স্থানীয় হিন্দু সংগঠনের সদস্য সচেন্দ্র পারমার বলেন, ঘটনার পর থেকেই ওই যুবক পালিয়ে বেড়াচ্ছে। তার অবস্থান এখনও জানা যায়নি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত তাকে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হোক।
পারমার আরও জানান, সম্প্রতি উত্তরকাশী থেকে একাধিক ‘লাভ জিহাদ’ সম্পর্কিত ভিডিও এবং অসভ্য আচরণের অভিযোগে স্থানীয়দের প্রতিশোধমূলক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে উত্তর প্রদেশে এক ব্যক্তি এক নারীর মেয়ের ছবি বিকৃত করে অশ্লীলভাবে প্রচারের অভিযোগে জুতাপেটার শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই ব্যক্তি মেয়েটির ছবি সম্পাদনা করে অশোভনভাবে ছড়িয়ে দিয়েছিলেন, যার ফলে তার বিয়ের প্রস্তাব ভেস্তে যায়।
প্রথমে স্থানীয় পঞ্চায়েত বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটির মা নিজ হাতে অভিযুক্তকে শাস্তি দেওয়ার দাবি জানান। পঞ্চায়েত তার শর্ত মেনে নেয়,এবং অভিযুক্তকে জুতা দিয়ে মারেন।
সূত্র: এনডিটিভি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প