মাত্র ২৯ বছর বয়সে মারা গেলেন গ্রান্ডমাস্টার নারোডস্কি
জনপ্রিয় দাবাড়ু ড্যানিয়েল নারোডস্কি/ ছবি : শার্লট চেস সেন্টার
আমেরিকান সুপার গ্র্যান্ডমাস্টার ও জনপ্রিয় দাবাড়ু ড্যানিয়েল নারোডস্কির আকষ্মিক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। পরিবারের বরাত দিয়ে সোমবার (২০ অক্টোবর) ক্লাব শার্লট চেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
দাবা খেলোয়াড়দের মধ্যে নারোডস্কি জনপ্রিয় ছিলেন তার লাইভ স্ট্রিমিং ও শিক্ষামূলক ভিডিওর জন্য। তার ফিদে আইডি নম্বর-২০২৬৯৬১ এবং ক্লাসিকাল দাবায় রেটিং ২৬১৯। ইউটিউব ও টুইচে হাজারো ভক্ত নিয়মিত তার খেলা ও বিশ্লেষণ দেখতে যুক্ত হতেন। নারোডস্কি ছিলেন ইউক্রেন ও আজারবাইজান থেকে অভিবাসী ইহুদি দম্পতির সন্তান।
১৯৯৫ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া নারোডস্কি মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জন করেন। এর আগেই তিনি আন্ডার-১২ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। কৈশোরেই তিনি দাবার কৌশলবিষয়ক বই লিখে খ্যাতি অর্জন করেন এবং দ্রুত বিশ্ব র্যাংকিংয়ে উপরে ওঠেন। ড্যানিয়েল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে পড়াশোনা করে ২০১৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘদিন ধরে বিশ্ব দাবা র্যাংকিংয়ের শীর্ষ ২০০ খেলোয়াড়ের মধ্যে ছিলেন এবং বিশেষভাবে ব্লিটজ দাবায় (দ্রুত সময়ের খেলা) দক্ষতা দেখিয়ে আসছিলেন। তিনি ব্লিটজ দাবায় বিশ্বের শীর্ষ ২৫ জনের মধ্যে অবস্থান ধরে রেখেছিলেন। গত আগস্টে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্লিটজ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন এবং গত বছর ব্লিটজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নবম স্থান অর্জন করেন।
তার শেষ ইউটিউব ভিডিওটি প্রকাশিত হয় মৃত্যুর মাত্র তিন দিন আগে, যার শিরোনাম ছিল 'ইউ থট আই ওয়াজ গন'- সেখানে তিনি বলেছিলেন, আমি ফিরে এসেছি, আগের চেয়ে আরও ভালোভাবে।
ড্যানিয়েলের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে দাবাড়ুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা এক লাইভে বলেন, তিনি স্ট্রিমিং ভালোবাসতেন, শেখাতে ভালোবাসতেন। দাবা জগত তার কাছে কৃতজ্ঞ।
ভারতীয় দাবা কিংবদন্তি বিশ্বনাথ আনন্দ বলেন, খবরটি শুনে আমি স্তম্ভিত। তিনি ছিলেন অসাধারণ ধারাভাষ্যকার, শিক্ষাবিদ এবং একজন সত্যিকারের ভালো মানুষ।
কেএম