ফিলিস্তিনে এতিমদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করলো ইসরায়েল
ফিলিস্তিনে এতিমদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করলো ইসরায়েল/ ছবি : আনাদোলু এজেন্সি
পশ্চিম তীরের হেবরন শহরে এতিম শিশুদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামিক চ্যারিটেবল সোসাইটি নামের দাতব্য সংস্থাটির অফিসের সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
সংস্থাটির আইনি উপদেষ্টা আবদুল করিম ফারাহ তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ইসলামিক চ্যারিটেবল সোসাইটি-র প্রশাসনিক কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মীদের কয়েক ঘণ্টা আটক রাখে। তিনতলা ভবনের উপরের তলায় এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, আল-হাওজ এলাকায় অবস্থিত অফিসগুলোতে তল্লাশি চালিয়ে কম্পিউটার ও অন্যান্য অফিস সরঞ্জাম জব্দ করে ভবনটি সিলগালা করে দেওয়া। তবে সংস্থাটি কেন বন্ধ করা হলো বা কতদিন বন্ধ থাকবে এসব বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি বাহিনী।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থা এতিম শিশুদের তত্ত্বাবধানের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য আলাদা স্কুল এবং হাফেজখানা পরিচালনা করে আসছিল।
সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি পশ্চিম তীরের অন্যতম প্রধান বেসরকারি সংস্থা, যা প্রায় ৬,০০০ এতিম শিশু ও ২,০০০ পরিবারের সহায়তায় কাজ করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানের মাত্রা বেড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১,০৫৬ জন ফিলিস্তিনি নিহত, ১০ হাজারের বেশি আহত এবং ২০ হাজার জনেরও বেশি আটক হয়েছে বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প