যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে কারা আবেদন করতে পারবেন?
যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে আবেদন করতে বেশ কিছু যোগ্যতা থাকা আবশ্যক/
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি প্রোগ্রামের আওতায় প্রতি বছর দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান হাজার হাজার বিদেশি নাগরিক। নির্দিষ্ট দেশের বাসিন্দা হওয়া এবং যথাযথ যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলেই আবেদন করা যায় ডিভি প্রোগ্রামে।
ডিভি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, এ বছর ডিভি লটারিতে মোট ১৯টি দেশ অংশ নিতে পারবে না। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনের মতো দেশগুলো।
জেনে নেওয়া যাক কী কী যোগ্যতা ও কোন কোন দেশের নাগরিক হলে ডিভি ২০২৬ প্রোগ্রামে অংশ নেওয়া যাবে-
১. দেশভিত্তিক যোগ্যতা:
যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার ঐতিহাসিকভাবে কম, কেবল সেই দেশগুলোর নাগরিকরাই ডিভি লটারিতে আবেদন করতে পারেন। তবে আপনি যদি এমন দেশের নাগরিক হন, যেখানকার অভিবাসনের হার যুক্তরাষ্ট্রে বেশি, তাহলেও নিচের দুই উপায়ে যোগ্য হতে পারেন—
(ক) আপনার স্বামী বা স্ত্রী যদি এমন কোনো দেশের নাগরিক হন, যেখানে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম, তাহলে আপনি তার দেশের যোগ্যতা দাবি করতে পারেন। তবে এজন্য—
- আপনাদের দুজনের নাম একই আবেদনে থাকতে হবে।
- উভয়কে ভিসার জন্য যোগ্য হতে হবে।
- একসঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
(খ) আপনি যদি এমন কোনো দেশে জন্মগ্রহণ করেন, যেখানকার অভিবাসনের হার যুক্তরাষ্ট্রে বেশি, কিন্তু আপনার বাবা-মা কেউই সে দেশে জন্মগ্রহণ করেননি বা আইনিভাবে সে দেশের নাগরিক ছিলেন না, তাহলে আপনি আপনার বাবা বা মায়ের জন্মভূমি দাবি করতে পারেন—যদি সেই দেশ ডিভি ২০২৬ প্রোগ্রামের যোগ্য তালিকায় থাকে।
আরও পড়ুন>>
এবারের ডিভি লটারিতে কি বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়লো কোন কোন দেশ?
২. শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা:
প্রত্যেক আবেদনকারীর নিম্নের অন্তত একটি যোগ্যতা থাকতে হবে—
- ন্যূনতম হাইস্কুল পাস বা সমমানের শিক্ষা (১২ বছরের আনুষ্ঠানিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাসম্পন্ন) অথবা
- গত ৫ বছরের মধ্যে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমন কোনো পেশায়, যেখানে অন্তত ২ বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন।
এই যোগ্যতা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ও*নেট অনলাইন ডাটাবেজ ব্যবহার করা হবে।
দ্রষ্টব্য: ওপরের দুটি শর্তই পূরণ করতে হবে। যেকোনো একটি না পূরণ করলে আবেদন করা যাবে না।
ডিভি ২০২৬ প্রোগ্রামের জন্য যোগ্য দেশগুলোর তালিকা
আফ্রিকা মহাদেশ:
আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কোমোরোস, কঙ্গো, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আইভরি কোস্ট, জিবুতি, মিশর, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, এসওয়াতিনি, ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, লিবিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মৌরিতানিয়া, মরিশাস, মরক্কো, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, রুয়ান্ডা, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে।
এশিয়া মহাদেশ:
আফগানিস্তান, বাহরাইন, ভূটান, ব্রুনাই, মিয়ানমার (বার্মা), কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তিমোর-লেস্তে, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।
ইউরোপ মহাদেশ:
আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুস, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, যুক্তরাজ্য (এর আওতাধীন অঞ্চলসহ), গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, লাটভিয়া, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, উত্তর মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মোনাকো, মন্টেনেগ্রো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, সান মারিনো, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, ইউক্রেন, উজবেকিস্তান, ভ্যাটিকান সিটি।
উত্তর আমেরিকা:
বাহামা।
ওশেনিয়া:
অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, নিউজিল্যান্ড, পালাউ, পাপুয়া নিউগিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু।
দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল:
অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, বার্বাডোস, বেলিজ, বলিভিয়া, চিলি, কোস্টারিকা, ডোমিনিকা, ইকুয়েডর, গ্রেনাডা, গুয়াতেমালা, গায়ানা, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সুরিনাম, ত্রিনিদাদ ও টোবাগো, উরুগুয়ে।
আবেদন করতে পারবেন না কারা
এ বছর ডিভি লটারিতে মোট ১৯টি দেশ অংশ নিতে পারবে না। দেশগুলো হলো- বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড এবং হংকংসহ), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।
এ বছর তালিকায় নতুন যুক্ত হয়েছে কেবল কিউবা। বাকিগুলো গত বছরও বাদ পড়ার তালিকায় ছিল।
এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা ডিভি লটারির আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
কেএএ/