জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করলো থাইল্যান্ড
আগামী বছরের ২৯ মার্চ থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে/ ছবি: এআই দিয়ে বানানো
জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০২৬ সালের ২৯ মার্চ দেশটিতে নির্বাচনের ভোটগ্রহণ হবে। দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা পারাদোর্ন প্রিসানানান্তাকুলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।
থাইল্যান্ডের নির্বাচন কমিশন থেকে অবশ্য এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক বা দাপ্তরিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে কমিশনের চেয়ারম্যান ইত্তিপোর্ন বুনপ্রাকং এএফপিকে বলেছেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিন দু’টি গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশজুড়ে গণভোট হবে। এ দুটি ইস্যু হলো থাইল্যান্ডের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন উচিত কি না এবং দ্বিতীয়টি হলো প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের দু’টি সীমান্ত চুক্তি বাতিল করা উচিত কি না।
নির্বাচন ও গণভোটের আয়োজন ও পরিচালনার জন্য ৯০০ কোটি বাথের (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৩৫৭ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা) একটি বাজেট ইলেকশন কমিশন প্রস্তুত করেছে বলেও এএফপিকে জানিয়েছেন ইত্তিপোর্ন বুনপ্রাকং।
এদিকে, প্রিসানানান্তাকুল বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। শিগগিরই পার্লামেন্টে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তিনি।
এর আগে এক ভাষণে আনুতিন বলেছিলেন, ২০২৬ সালের মার্চ অথবা এপ্রিলের শুরুর দিকে নির্বাচন হবে ও এ লক্ষ্যে জানুয়ারির শেষ দিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি।
গত জুন মাসে বৈরী প্রতিবেশী কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোনকল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। পেতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।
এ ঘটনায় নৈতিকতা লঙ্ঘণের অভিযোগে গত ২৯ আগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা হারান পেতংতার্ন, যিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় পদচ্যুত হন তিনি।
পেতংতার্ন ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ সেপ্টেম্বর সংসদ সদস্যদের ভোটের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সরকারি জোটের অন্যতম শরিক দল ভূমিজাই থাই পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান আনুতিন চার্নভিরাকুল। থাইল্যান্ডের প্রধান বিরোধী দল পিপলস পার্টি এই ভোটে আনুতিনকে সমর্থন দিয়েছিল।
সূত্র: রয়টার্স
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প