ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু
ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাতে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে বজ্রপাতের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে বিহারে ৫৩ জন, ঝাড়খণ্ডে ১০ জন এবং মধ্য প্রদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে এক সঙ্গে এতজনের মারা যাওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানিয়েছেন, বিহারে বজ্রপাতে নিহত হওয়া পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে।
কোন কোন গবেষক বলেন তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম।
উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে। এসব দেশগুলোতে বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মাঠে কাজ করেন। বাংলাদেশে চলতি বছর বজ্রপাতে প্রায় ১শ জনের মৃত্যু হয়েছে।
টিটিএন/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর