ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১১ নভেম্বর ২০২৫

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ার পর সোমবার (১০ নভেম্বর) রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টীম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে রাস্তায় ছড়িয়ে থাকা দগ্ধদেহ ও ধ্বংসস্তূপ দেখা গেছে। দিল্লির উপ-প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানিয়েছেন, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ও সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্ফোরণের পরে লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এলাকাটিতে প্রতিদিনই পর্যটকদের ব্যাপক ভীড় থাকে। এই ঘটনার পর পর্যটক ও সাধারণ মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, একই দিন দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে এসব ঘটনা ঘটতে শুরু করেছে।

দিল্লি পুলিশ এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য দেয়নি। ঘটনার তদন্তে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আধাসামরিক ইউনিট ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এনএসজি ও স্থানীয় তদন্তকারীরা গাড়ির ধ্বংসাবশেষ এবং আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য নির্ণয়ের চেষ্টা করছে।

সূত্র: এমএসএন, ইন্ডিয়া টুডে

এসএএইচ

টাইমলাইন

  1. ০৯:০৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫, আরও এক কাশ্মীরি গ্রেফতার
  2. ০৮:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৫ দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত
  3. ০৯:৫৯ পিএম, ১২ নভেম্বর ২০২৫ অবশেষে দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বললো ভারত সরকার
  4. ০৮:২০ পিএম, ১২ নভেম্বর ২০২৫ পাকিস্তানকে দোষারোপে ভারত এবার এত সতর্ক কেন?
  5. ০৭:১৫ পিএম, ১২ নভেম্বর ২০২৫ দিল্লিতে বিস্ফোরণের পর কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, আটক কয়েকশ
  6. ০৪:৫২ পিএম, ১২ নভেম্বর ২০২৫ ভারত-পাকিস্তানের রাজধানীতে ২ দিনে ২ বিস্ফোরণ: দক্ষিণ এশিয়ায় ফের অস্থিরতা
  7. ০৬:১২ পিএম, ১১ নভেম্বর ২০২৫ সাবেক রাজার জন্মদিন উদযাপনে ভুটান গেলেন মোদী
  8. ০৪:৩৯ পিএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লি বিস্ফোরণ নিয়ে যেসব প্রশ্নের জবাব নেই
  9. ০৩:৫৮ পিএম, ১১ নভেম্বর ২০২৫ ভারতে বারবার বিস্ফোরণ: ২০ বছরের রক্তাক্ত ইতিহাস
  10. ০৩:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২৫ এবার ভারত সফরে যুক্তরাজ্যের নাগরিকদের সতর্কতা
  11. ০২:১৬ পিএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লির লাল কেল্লা তিনদিনের জন্য বন্ধ ঘোষণা
  12. ০১:০৮ পিএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লির বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদী
  13. ১২:৫৮ পিএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লির মার্কিন দূতাবাসে নিরাপত্তা সতর্কতা জারি
  14. ১২:২৭ পিএম, ১১ নভেম্বর ২০২৫ উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন অমিত শাহ
  15. ১২:১৩ পিএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লিতে বিস্ফোরণের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
  16. ১১:৪৬ এএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের
  17. ০৯:৫৫ এএম, ১১ নভেম্বর ২০২৫ বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করলো ভারত
  18. ০৯:৩৩ এএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লিতে বিস্ফোরণ, তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা
  19. ০১:২২ এএম, ১১ নভেম্বর ২০২৫ দিল্লিতে বিস্ফোরণের পর কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উচ্চ সতর্কতা জারি
  20. ১১:০৮ পিএম, ১০ নভেম্বর ২০২৫ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯
  21. ০৯:৩৫ পিএম, ১০ নভেম্বর ২০২৫ দিল্লিতে বিস্ফোরণ: মোদীকে পরিস্থিতি জানালেন অমিত শাহ
  22. ০৮:৫৭ পিএম, ১০ নভেম্বর ২০২৫ ভয়াবহ বিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা
  23. ০৮:৪২ পিএম, ১০ নভেম্বর ২০২৫ দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮
  24. ০৮:০৬ পিএম, ১০ নভেম্বর ২০২৫ দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ অনেকে