ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রেক্সিটের পর স্পেনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৬ জুন ২০১৬

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার একদিন পর গত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ শুরু হয়েছে স্পেনে। অচলাবস্থা নিরসনে স্পেনের প্রধান চারটি রাজনৈতিক দল ব্যর্থ হওয়ায় রোববার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। খবর বিবিসি ও আলজাজিরার।

স্পেনে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে ভোটাররা নির্বাচনে ভোট দিচ্ছেন। কয়েক বছর আগে দেশটির অর্থনীতিতে ব্যাপক ধস দেখা যায়।

দেশটির প্রধান চারটি রাজনৈতিক দল ডিসেম্বরের সাধারণ নির্বাচনের পর ভেঙে যাওয়া সংসদের বিষয়ে একটি জোট করতে ব্যর্থ হওয়ায় রোববার ভোটের আয়োজন করা হয়েছে। তবে, এখন পর্যন্ত মতামত জরিপ বলছে, নতুন ব্যালটের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে না।

দেশটির রক্ষণশীল পপুলার পার্টি (পিপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। বামপন্থী ইউনিডোস পোতেমস জোটও সেন্টার লেফট সোস্যালিস্টকে (পিএসওসি) দ্বিতীয় অবস্থান থেকে সরিয়ে নিজেদের অবস্থান পোক্ত করার ইঙ্গিত দিয়েছে। তবে দুই দলই একটি বামপন্থী জোট গঠন করতে পারে।

ডিসেম্বরের নির্বাচন দেশটির জন্য ভয়াবহ রাজনৈতিক ঝাকুনি হিসেবে সামনে চলে এসেছে। কেননা ১৯৭০ সালে স্পেনে গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকে পিপি ও পিএসওসি পালা-বদল করে দেশ শাসন করছে।

ইইউ থেকে ব্রিটেনের প্রস্থানের পর এর ছায়া পড়েছে স্পেনের নির্বাচনে। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা পাঠাতে এটি গুরুত্বপূর্ণ।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন