ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হামলা থেকে বাঁচতে বুলেটপ্রুফ পোশাক

প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৭ জুন ২০১৬

সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসী হামলায় যেন আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। কখন কোথায় হামলার ঘটনা ঘটবে তা আগে থেকে বলা সম্ভব নয়। এসব হামলা থেকে বাঁচাতে তাই অভিনব বুলেটপ্রুফ পোশাক চালু করেছে কলম্বিয়া। বিবিসি।

কলম্বিয়ার রাজধানী বোগোতায় বুলেট প্রুফ ওই পোশাকের অভিনব ফ্যাশন শোর আয়োজন করা হয়। এসব জামা-কাপড় যে শুধু মানুষের সৌন্দর্য তুলে ধরছে তা নয় বরং এগুলো তাদের জীবন রক্ষা করতেও সক্ষম।

ওই শোতে নারী ও পুরুষ মডেলরা বুলেটপ্রুফ পোশাক প্রদর্শন করেন। সেসময় তাদের দিকে গুলি ছুড়েও এসবের কার্যকারিতা তুলে ধরা হয়।

নানা ডিজাইনে এসব পোশাক তৈরি করা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে না বললে কেউ জানতে বুঝতে পারবেন না যে এসব পোশাক বুলেটপ্রুফ।

আয়োজকরা বলছেন, এসব জামা-কাপড় পরলে একদিকে যেমন সুন্দর দেখাবে তেমনি কারো ওপর সশস্ত্র হামলা হলেও ভয় পাওয়ার কিছু থাকবে না।

এসব পোশাকের ডিজাইনার মিগুয়েল কাবালেরো বলেছেন, তারা বুলেটপ্রুফ যেসব পোশাক তৈরি করেছেন, সেগুলোর মধ্যে রয়েছে ব্লেজার, টি-শার্ট, চামড়ার জ্যাকেট এবং আন্ডারওয়্যার।

মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে আনা কাপড় দিয়ে এসব পোশাক তৈরি করা হয়েছে। পুরুষদের এরকম একটি স্যুটের দাম ৬ হাজার থেকে ৮ হাজার ডলার। ব্লেজারের দাম ৩ হাজার ৫০০ ডলার।

আয়োজকরা এসব পোশাকের ব্যাপারে শুধু সাধারণ ক্রেতাদেরই আকৃষ্ট করতে চান না। তারা এসব পোশাকে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও দৃষ্টি কাড়তে চান। ডিজাইনাররা জর্ডানের বাদশার জন্যও পোশাক তৈরি করেছেন।

তারা বলছেন, এসব পোশাক ৯ মিলিমিটার হ্যান্ডগানের বুলেট থেকে প্রাণ রক্ষা করতে সক্ষম। প্রদর্শনীতে এমন পোশাকও তুলে ধরা হয়েছে, যা হামলাকারীকে ইলেকট্রিক শক দিতে পারে।

আয়োজকদের মতে, এগুলো যে শুধু পরিহিত ব্যক্তিকে নিরাপত্তা দেবে তা নয়, এসব পোশাক দেখতেও অনেক সুন্দর।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন