ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্পেনের নির্বাচনে পিপলস পার্টির জয়

প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৭ জুন ২০১৬

স্পেনের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। এই দলের মারিয়ানো রাজয় এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পার্লামেন্টের অধিকাংশ আসন পেয়ে জয়লাভ করেছেন তারা।

এদিকে, দেশের সোসিয়ালিস্ট (পিএসওই) দল নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর বামপন্থী ইউনিডোস পোতেমস জোট তৃতীয় এবং সিওদাদানোস চতুর্থ অবস্থানে রয়েছে।

দেশের চারটি প্রধান রাজনৈতিক দল ডিসেম্বরের সাধারণ নির্বাচনের পর ভেঙে যাওয়া সংসদের বিষয়ে একটি জোট করতে ব্যর্থ হওয়ায় রোববার দ্বিতীয়বার ভোটের আয়োজন করা হয়। সোমবার ভোটের ফলাফল প্রকাশ করা হয়।

ভোটের আগেই অবশ্য পিপলস পার্টির জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। তারাই ভোটে জয়লাভ করবে এটা আগে থেকেই ধারণা করা হয়েছিল।

নির্বাচনে জেতার পর রোববার সন্ধ্যায় মাদ্রিদে সমর্থকদের উদ্দেশ্যে রাজয় বলেন, আমরা নির্বাচনে জয়ী হয়েছি। আমরা দেশ শাসনের ক্ষমতা পেয়েছি।

ভোটে পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে ১৩৭টি আসন পেয়েছে পিপি।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন