ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ঘুড়ি উড়ানো নিয়ন্ত্রণে কঠোর আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদ পাঞ্জাব রেগুলেশন অব কাইট ফ্লাইং বিল–২০২৫ পাস করেছে। এই আইনের মাধ্যমে ঘুড়ি ও বিপজ্জনক মাঞ্জা ব্যবহারে কঠোর শাস্তি ও বড় অঙ্কের জরিমানার বিধান করা হয়েছে।

নতুন আইনে নাইলন, ধাতব তার ও কাচ বা রাসায়নিক মেশানো মাঞ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব মাঞ্জার কারণে অতীতে বহু দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে বলে সরকার জানিয়েছে।

আইন অনুযায়ী, অনুমতি ছাড়া ঘুড়ি ও নিষিদ্ধ মাঞ্জা ওড়ানো, তৈরি, মজুত বা বিক্রি করলে
৩ থেকে ৫ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ২০ লাখ রুপি জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

যারা নিষিদ্ধ মাঞ্জা ও ঘুড়ি তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত থাকবেন, তাদের জন্য শাস্তি আরও কঠোর। এ ক্ষেত্রে ৫ থেকে ৭ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

এই অপরাধকে অ-জামিনযোগ্য ও আমলযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। সাব-ইন্সপেক্টর বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তল্লাশি ও জব্দের ক্ষমতা পাবেন।

শিশুদের ক্ষেত্রে মামলা পরিচালিত হবে জুভেনাইল জাস্টিস সিস্টেম আইন–২০১৮ অনুযায়ী। কোনো শিশু জরিমানা দিতে ব্যর্থ হলে সেই অর্থ তার বাবা-মা বা অভিভাবকের কাছ থেকে আদায় করা হবে।

আইনে ডেপুটি কমিশনারদের নির্দিষ্ট দিন ও স্থানে শর্তসাপেক্ষে ঘুড়ি ওড়ানোর অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক।

ঘুড়ি ও অনুমোদিত সুতা তৈরি ও বিক্রির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন ছাড়া বিক্রি করলে ১ থেকে ৫ বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

এছাড়া, আইন লঙ্ঘনের তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫ হাজার রুপি পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এমএসএম