ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিপাইনে প্রায় ৩৫০ যাত্রী নিয়ে ডুবে গেছে ফেরি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৬ জানুয়ারি ২০২৬

ফিলিপাইনে ৩৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশের কাছে ৩৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। খবর আল জাজিরার।

সোমবার মধ্যরাতের পর এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী জাহাজ এমভি ত্রিশা কার্স্টিন ‍৩ বন্দর শহর জাম্বোয়াঙ্গা ছেড়ে দক্ষিণ সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল।

ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিল। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া ডিজেডবিবি রেডিওকে জানিয়েছেন, ২১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আরও ১৪৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দুয়া বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। এদিকে বাসিলান প্রদেশের টাউন মেয়র আরসিনা লাজা কাহিং-ন্যানোহ ফেসবুকে এক পোস্টে বলেন, ফেরি ডুবিতে কমপক্ষে আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বেশ কয়েকজনকে উদ্ধার এবং মৃতদেহ নৌকায় তোলার একটি ভিডিও পোস্ট করেছেন।

একটি পৃথক ভিডিও বিবৃতিতে কাহিং-ন্যানোহ বলেন, উত্তাল সমুদ্র এবং অন্ধকারের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বাসিলানের জরুরি উদ্ধারকর্মী রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কমপক্ষে ১৩৮ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।

মিন্দানাওয়ের কোস্টগার্ড কমান্ডার দুয়া জানিয়েছেন, কী কারণে ফেরিটি ডুবে গেছে তাৎক্ষণিকভাবে সেটা স্পষ্ট নয় এবং এ বিষয়ে তদন্ত করা হবে। তিনি আরও বলেন, জাম্বোয়াঙ্গা বন্দর ছেড়ে যাওয়ার আগেই কোস্টগার্ড ফেরিটি সরিয়ে ফেলেছে এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কোনো লক্ষণ দেখা যায়নি।

ঘন ঘন ঝড়, জাহাজ রক্ষণাবেক্ষণে অবহেলা, অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তা বিধিমালার যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে ফিলিপাইনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

টিটিএন