৭৭ বছরের মন্ত্রী বিয়ে করলেন ২৪ বছরের নার্সকে
ভারতের মনিপুর রাজ্যে ৭৭ বছর বয়স্ক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বিয়ে করেছেন ২৪ বছর বয়স্কা এক নার্সিং গ্রাজুয়েটকে। শুক্রবার রাজধানী ইম্ফলের ইভানজেলিক ব্যাপ্টিস্ট চার্চে মন্ত্রী ( Phungzathang Tonsing) ফুঙজাথাঙ টনসিংর এই বিয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং এবং অন্য পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এটা দ্বিতীয় বিয়ে। খবর হিন্দস্থান টাইমস।
পাত্রীর নাম থাঙ্গগাইসং (Thangngaihsang)। মন্ত্রীর চেয়ে তার বয়স ৫৩ বছর কম। চৌরাচান্দাপুর জেলায় তার বাড়ি। ওই এলাকার এক বাসিন্দা জানান, মন্ত্রীর সব সন্তান রাজ্যের বাইরে থাকায় তার পরিচর্যার জন্য কারো সাহায্য দরকার হয়ে পড়েছিল। তাই তিনি এ বিয়ে করেন। কনেও এ বিয়েতে কোন আপত্তি করেনি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আসন্ন নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করছে মিয়ানমারের জান্তা
- ২ উত্তর কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০ চাকরির আবেদন আটকালো অ্যামাজন
- ৩ চীন-যুক্তরাষ্ট্রও মোদীকে ভয় পায়: বিজেপি নেতা সুনীল শর্মা
- ৪ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘর্ষ, ২ ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা
- ৫ সৌদি আরবে বিরল তুষারপাত, বরফে ঢেকে গেছে তাবুক পাহাড়