ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালে চলছে বিরোধীদলের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২১ জানুয়ারি ২০১৫

নেপালকে ফেডারেল রাজ্যে বিভক্ত করা নিয়ে মতের মিল না হওয়ায় নেপালের নতুন সংবিধান প্রণয়নের ওপর পার্লামেন্টে ভোটাভুটি বাধাগ্রস্ত করতে দেশজুড়ে ধর্মঘট ডাক দিয়েছে বিরোধী দল। এর পরই দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।

মঙ্গলবার পার্লামেন্ট ভবনের সামনে বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমের একটি গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বিরোধী দলে থাকা মাওবাদী আইনপ্রণেতাদের অভিযোগ, সংবিধানের খসড়ায় বিভিন্ন বিতর্কিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু আপত্তি উপেক্ষা করে সরকার ভোট আয়োজনের ঘোষণা দেয়ায় এর প্রতিবাদেই দেশব্যাপী শিক্ষা-প্রতিষ্ঠান, কল-কারখানা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রাখার ডাক বিরোধী দল।

একই দিন সকালে পার্লামেন্ট অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় আইনপ্রণেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহের অবসানের পর দেশে সৃষ্ট অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে নতুন সংবিধান প্রণয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এআরএস