অপুষ্টিতে শীর্ষে ভারত
আর কয়েক দিন পরই ৬৬তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে সেজে উঠবে গোটা ভারত। এই প্রথম ২৬ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। নানা রাজ্যের ঝলমলে ট্যাবলো, সামরিক কসরতে উছলে উঠবে জাতীয়তাবাদী গর্ব। কিন্তু হরেক অনুষ্ঠানের চাকচিক্যে কোথায় থাকবে সেই সব শিশুরা, অপুষ্টির করাল গ্রাসে প্রতিদিন একটু একটু করে যারা হারিয়ে যাচ্ছে?
ইউনিসেফ-এর সাম্প্রতিক সমীক্ষা ভারতকে দাঁড় করিয়েছে এমনই হাড় হিম করা সত্যের মুখোমুখি। ভারতে প্রতি বছর পাঁচ বছরের নিচে অন্তত ১০ লাখ শিশু শুধু না খেতে পেয়ে মারা যায়। এই সংখ্যাটা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের থেকে বেশি। রাজস্থান ও মধ্যপ্রদেশের ছবিটা সবচেয়ে ভয়াবহ। অপুষ্টিকে অবিলম্বে মেডিক্যাল এমার্জেন্সি হিসেবে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া উচিত বলে তাদের রিপোর্টে মত প্রকাশ করেছে ইউনিসেফ। খবর এই সময়।
অপুষ্টিকে গুরুতর অবস্থা হিসেবে বিবেচনা করার জন্য, হু-র নির্ধারিত মাত্রা থেকেও, ভারতের অবস্থা কয়েক গুণ বেশি খারাপ বলে রিপোর্টে জানানো হয়েছে। ভারতের মধ্যে তপশিলি জাতির ২৮%, তপশিলি উপজাতির ২১%, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর ২০% এবং গ্রামীণ সম্প্রদায়ের ২১% শিশু অপুষ্টিতে ভোগে বলে সমীক্ষায় ধরা পড়েছে।
এএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হাদি হত্যায় সহযোগীদের কলকাতায় গ্রেফতারের খবর গুজব: পশ্চিমবঙ্গ পুলিশ
- ২ অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
- ৩ তুরস্কে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান, পুলিশসহ নিহত ৯
- ৪ যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও
- ৫ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?