ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা অপমানজনক : সিএনএনকে বাজওয়া

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা রীতিমতো অপমানজনক। মার্কিন ক্যাবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র প্রধান মেজর জেনারেল আসিম বাজওয়া এ কথা বলেছেন।

সিএনএনএ’র সংবাদিক ক্রিশ্চিয়ানে আমানপুরি তাকে প্রশ্ন করেছিলেন, পাকিস্তানের সামরিক বাহিনী কি প্রতিটি সন্ত্রাসীর বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ব্যবস্থা নিতে পারবে? জবাবে জেনারেল বাজওয়া বলেন, আপনি যদি এ ধরনের প্রশ্ন করেন তাহলে তা হবে পাকিস্তানের জনগণ ওসামরিক বাহিনীর জন্য অপমানজনক।

তিনি স্পষ্ট করে বলেন, সেনাবাহিনী কোনো ধরনের বৈষম্য না করেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেখানে কোনো ধর্ম-বর্ণ কিছুই দেখা হচ্ছে না।

জেনারেল বাজওয়া আরও বলেন, আমাদের দৃষ্টিতে কোনো ভালো সন্ত্রাসী নেই। সেখানে নেই কোনো ষড়যন্ত্র। আমরা এ বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার। আমরা খুবই কার্যকর ছিলাম এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফলও পাচ্ছি।

এএইচ