আলেপ্পো শহরে ক্লোরিন বোমা নিক্ষেপ
সিরিয়ার আলেপ্পো শহরে ক্লোরিন বোমা নিক্ষেপ করেছে সরকার বাহিনী। হেলিকপ্টার থেকে ক্লোরিন বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর বিবিসির।
সিরীয় বাহিনী হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করেছে। এসব বোমায় ক্লোরিন ছিল। বোমার আঘাতে ৮০ জন আহত হয়েছে।
সুকারি এলাকায় ক্লোরিন বোমার আঘাতে লোকজনের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি স্বেচ্ছাসেবক কর্মীরা।
তবে ক্লোরিন বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা যায় নি। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, গত আগস্টে কমপক্ষে দু’টি উপলক্ষে ক্লোরিন ব্যবহার করেছে সরকার বাহিনী।
তবে সিরীয় বাহিনী সব সময় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করে আসছে। সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর উদ্ধারকর্মী ইবরাহিম আলহাজ জানিয়েছেন, তিনি হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপের পর ঘটনাস্থলে পৌঁছান। কমপক্ষে চারটি ক্লোরিন সিলিন্ডার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীল একটি স্বেচ্ছাসেবক দল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে শিশুরা শ্বাসকষ্টের সমস্যার জন্য মাস্ক ব্যবহার করছে।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প