ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আলোচনা নয় : ইরান
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরমাণু বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কথা হবে বলে যুক্তরাষ্ট্রের দাবির পর মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর প্রেস টিভি।
আব্বাস আরাকচি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং প্রতিরক্ষা ইস্যু নিয়ে আলোচনার প্রশ্নই আসে না। কোনো দেশের সঙ্গেই এ বিষয়ে আলোচনা করা হবে না।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি দাবি করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির সঙ্গে চলমান পরমাণু আলোচনার অংশ। তিনি বলেন- এর আগেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও এ নিয়ে আলোচনা চলবে।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে। কিন্তু ইরান বারবারই বলেছে, তাদের কর্মসূচি সম্পুর্ণ শান্তিপূর্ণ। আমেরিকা এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও পরমাণু আলোচনার অন্তর্ভূক্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু ইরান স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে- ক্ষেপণাস্ত্র ইস্যুতে কখনোই আলোচনা করা হবে না।
এএইচ/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প