ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান
পরমাণু বোমা বহনে সক্ষম ‘রাদ’ বা বজ্র নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সাড়ে তিনশ` কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রে আকাশ থেকে ছোঁড়ার উপযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এএলসিএম’র রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা আছে। খবর ডন নিউজ।
দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এর এক বিবৃতিতে জানানো হয়, পরমাণু এবং প্রচলিত বোমা বহনের উপযুক্ত ‘রাদ’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
পাক স্ট্রাটেজিক প্ল্যান ডিভিশনের মহা পরিচালক লে. জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত জানিয়েছেন, ‘রাদ’ দেশটির পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে রাডার কেন্দ্র, কমান্ড পোস্টের মতো স্থায়ী লক্ষ্যবস্তুর ওপর ‘রাদ’ দিয়ে হামলা চালানো যাবে।
চীন বা ইউরোপে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৫’এর পরীক্ষা ভারত চালানোর পরই রাদ-এর পরীক্ষা চালাল পাকিস্তান।
এএইচ/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প