দিল্লিকে জেনারেশন ক্যাপিট্যাল করা হবে : মোদি
ভারতের রাজধানী দিল্লিকে জেনারেটর ক্যাপিট্যাল থেকে মুক্ত করে জেনারেশন ক্যাপিট্যালে পরিণত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রোহিণীতে এক নির্বাচনী সভায় এ আশ্বাস দেন তিনি। খবর দ্যা হিন্দু।
মোদি বলেন, গরমের সময় দিল্লি জেনারেটর ক্যাপিট্যালে পরিণত হয়ে যায়। সব জায়গায় জেনারেটর চলে। আমরা সে অবস্থার পরিবর্তন ঘটিয়ে একে পাওয়ার ক্যাপিট্যালে পরিণত করতে চাই।
কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কংগ্রেস বড় দল এবং পুরনো দল হওয়ার ফলে ধ্বংস করার শক্তিও তাদের বেশি ছিল। ফলে গত ১৫ বছরে তারা দিল্লিকে ধ্বংস করে দিয়েছে। আম আদমি পার্টির নাম না করে তিনি বলেন, দ্বিতীয় একটি দল অস্থায়ীভাবে ক্ষমতায় এসেছিল, ওরা ছোট দল, তাদের শক্তিও কম, তাই তারা নষ্ট করেছে এক বছর।
উল্লেখ্য, আগে দিল্লিতে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। ২০১৩ সালে দিল্লিতে কংগ্রেসের সমর্থনে সরকার গড়েছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ৪৯ দিন সরকার চালানোর পর পদত্যাগ করেন তিনি। তারপর প্রেসিডেন্টের শাসন জারি হয়। আগামী ৭ ফেব্রুয়ারি ফের নতুন করে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএইচ/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প