নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা ৬০ হাজার

নিউইয়র্ক চাকচিক্য, গ্লামার ও পার্ক অ্যাভিন্যু ধনকুবেরদের জন্য বিদেশীদের কাছে স্বপ্নপুরী হতে পারে, তবে আমেরিকার বৃহত্তম এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে ৬০ হাজারে দাঁড়িয়েছ।
দাতব্য সংস্থা কোয়ালিশন ফর দ্য হোমলেস জানায়, নভেম্বর মাসে নিউইয়র্কে ২৫ হাজার শিশুসহ ৬০ হাজার ৩৫২ জন গৃহহীন ছিল। এটা ২০১৪ সালের জানুয়ারি মাসের চেয়ে ১০ শতাংশেরও বেশি। ওই মাসে এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৫৩ হাজার ৬১৫ জন।
কোয়ালিশন ফর দ্য হোমলেস-এর উপ-নির্বাহী পরিচালক প্যাট্রিক মার্কি বলেন, ‘মেয়র বিল ডি ব্লাসিও ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে নিউইয়র্কে গৃহহীন সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।’
তিনি উদ্ভুত পরিস্থিতির জন্য নগরীর তীব্র গৃহায়ণ স্বক্ষমতা সংকটের পাশাপাশি আগের মেয়র মিখায়েল ব্লুম্বার্গের নীতি এবং গৃহহীন পরিবার ও শিশুদের স্থায়ী আবাসনের লক্ষ্যে পুনরায় সহায়তা প্রদানের ব্যর্থতাকে দায়ী করেন। সূত্র : বাসস
এআরএস/আরআইপি
বিজ্ঞাপন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান
- ২ এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
- ৩ ইমরান খানের ছেলেদের গ্রেফতারের হুমকি পাকিস্তান সরকারের
- ৪ শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন, তবে লক্ষ্য অর্জনই প্রধান: ক্রেমলিন
- ৫ রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা