ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অধিকাংশ ইসরায়েলি মনে করেন শান্তি চুক্তি হবে না

প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৩ অক্টোবর ২০১৬

ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি প্রসঙ্গে বেশিরভাই ইসরায়েলিরই বিশ্বাস নেতিবাচক। এক জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ইসরায়েলির বিশ্বাস ফিলিস্তিনের সঙ্গে আসলে কখনোই তাদের শান্তিচুক্তি হওয়া সম্ভব নয়।

মোট ৬৪৬ জন ইসায়েলি ও আরব-ইসারায়েলি এ জরিপে অংশ নেন। ওয়ালা নামে একটি সংবাদসংস্থার জন্য জরিপটি চালায় প্রজেক্ট হামিদগাম ইনস্টিটিউট।

জরিপের ফলাফলে দেখা গেছে, ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তির বিষয়ে যেখানে ৬৪ শতাংশ ইসরায়েলির বিশ্বাস চুক্তি সম্ভব না, ২৪ শতাংশ মনে করেন এ চুক্তি সম্ভব।

এনএফ/এমএস