সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান
আবারো সীমান্তে যুদ্ধবিরতি লংঘন করেছে পাকিস্তান। জঙ্গিদের ভারতীয় সীমানা পেড়িয়ে প্রবেশ করতে সাহায্য করার পাশাপাশি সীমান্তে অযথা গোলাগুলি করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর দাবী সীমান্তের নৌসেরা সেক্টরে গুলিবর্ষণ করেছে পাকিস্তান।
রোববার ভোর পাঁচটার দিকে গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা। ভারতীয় সেনারা বলছে, তাদের উদ্দেশ করেই গুলি চালিয়েছে পাক সেনারা।
ভোরের দিকে হঠাৎ করে এমন গোলাগুলির শব্দে সীমান্তের কাছাকাছি থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনারা সতর্ক থাকায় সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুলিবর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
মাত্র একদিন আগেই ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছিল প্রয়োজনে আবারো সার্জিকাল স্ট্রাইক চালানো হবে। ধারণা করা হচ্ছে, ভারতের তরফ থেকে এমন ঘোষণা পাওয়ার পরপরই বিকল্প কিছু চিন্তা করছে পাকিস্তান। তারই অংশ হিসেবে হয়তো এই গোলাগুলির ঘটনায় ভারতকে পাক সেনারা জানিয়ে দিল তারাও প্রস্তুত।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর