সোয়াইন ফ্লু`তে ভারতে মৃতের সংখ্যা ৬৩১
ভারতের বিভিন্ন অঞ্চলে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। আরও নতুন আক্রান্তের সংখ্যা তালিকাভুক্ত করা হয়েছে।
গত জানুয়ারি মাসে প্রথম সনাক্তের পর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা মোট ৯ হাজার ৩শ ১১ জন যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। সোয়াইন ফ্লু রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্দেশে মঙ্গলবার রাতে এক বৈঠক করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা।
এ ফ্লু মোকাবেলায় ডাক্তারদের সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও তাদেরকে পর্যাপ্ত ওষুধ, রোগ নির্ণয় যন্ত্রপাতি ও ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহের পরামর্শ প্রদান করা হয়েছে।
এআরএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হাদি হত্যায় সহযোগীদের কলকাতায় গ্রেফতারের খবর গুজব: পশ্চিমবঙ্গ পুলিশ
- ২ অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
- ৩ তুরস্কে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান, পুলিশসহ নিহত ৯
- ৪ যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও
- ৫ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?